

স্টাফ রিপোর্টার।।
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় কিশোর-কিশোরী ও তরুনদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্যদের নিয়ে ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোলা শহরে বাংলা স্কুল মোড়ে জিএফসি রেস্টুরেন্টে দিনব্যাপি তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্যদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম এর আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের সহযোগিতায় তারুন্যের কন্ঠস্বরের সদস্যদের জেন্ডার, সেক্স, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করনীয়, অধিকার ও মানবধিকারসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন দেওয়া হয়।
এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০ অর্জনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে জেলার সেবাদানকারী ও নীতিনির্ধারকদের জবাবদিহিতা সৃষ্টি সহ প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে সামাজিক সমস্যা ও কুসংস্কার দূরীকরন এবং বিদ্যমান কিশোর কিশোরীদের জন্য যেসকল সরকারি সেবা দপ্তর গুলো রয়েছে তা আরো অধিকতর ব্যবহারের মাধ্যমে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত করতে পারে তার জন্য কাজ করে যাচ্ছে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম সংগঠনটি।
এসময় ত্রৈমাসিক কর্মশালায় উপস্থিত ছিলেন, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: আদিল হোসেন তপু, প্রশিক্ষক হিসেবে ছিলেন মো: আল-আমিন, সাবরিনা বর্ষা, তাসনিম জেরিন এবং তারুন্যের কন্ঠস্বর
প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য মো: নোমান।
এসময় বক্তরা বলেন, দেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলা এখানকার বেশিরভাগ কিশোর কিশোরী, তরুন-তরুনীরা তাদের প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে যথা সময়ে সঠিক এ্যাডভোকেসী না পাওয়ার কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
এছাড়াও সাগর তীরবর্তী উপকূলীয় এই জেলায় কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকায় সমাজে মানুষের ভুল ধারনার কারনে বাল্যবিবাহ, মাধক, জুয়া, কিশোর গ্যাং, নারী নির্যাতনের, মতো ভয়ানক অপরাধের সাথে তরুনরা জড়িয়ে পড়ছে। এসব সমস্যা দূরীকরনের জন্য তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম আরো সুন্দর সুন্দর উদ্যেগ গ্রহন করবে এবং সরকারের উচিত প্রতিটি দপ্তরের তরুনদের ক্ষমতায়নের লক্ষে তরুনদের সকল সুযোগ সুবিধা প্রদান করা। তাহলে এই জেলার কিশোর কিশোরীরা তাহলে অন্যান্য জেলার কিশোর কিশোরীদের মতো এগিয়ে যাবে।