
স্টাফ রিপোর্টার, ভোলা টাইমস্ ।।
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে বিশাল একটি মিছিল করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোলার নতুন বাজার বিজেপির কার্যালয় থেকে মিছিলটি বের করে শহরের বাংলাস্কুল মোড়, বরিশাল দালান হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এরআগে, ভোলা-১ আসনে আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থী মনোনীত করে মনোনয়ন ঘোষণা করেন। এরপরই সন্ধ্যায় ভিডিও কলে নেতাকর্মীদের উদ্দেশ্য দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কা নিয়ে ভোলা -১ আসনে নির্বাচনের ঘোষণা দেন বিজেপি চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ।
তার ঘোষণার পর পরই ভোলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকালে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিশাল এক নির্বাচনী মিছিল বের করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন শত শত নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন, আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ জানান, ভোলা -১ আসনে আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ি মার্কায় নির্বাচণ করবেন। তার নির্বাচনের ঘোষণার পর বিজেপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। আগামী নির্বাচনে জনগণ গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করবেন।
