

স্টাফ রিপোর্টার।।
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা ডেভেলপমেন্ট ফোরাম- ঢাকা এর উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অদ্যকার সভা পরিচালনা করেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম- ঢাকা এর সেক্রেটারি মোঃ আফজাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম-ঢাকা এর সভাপতি জনাব সাইফুল ইসলাম কামরুজ।
আজকের সভার এজেন্ডাসমূহ নিমরূপ ঃ
১. ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন
2. ভোলা জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন
3. ভোলা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা
4. ভোলা জেলায় সার কারখানা স্থাপন করা
5. ভোলা জেলার বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান
6. মতিরহাটে ফেরিঘাট স্থাপন প্রসঙ্গে ।
7. আগামী ২৭ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলা জেলার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন সংগঠনের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেখানে ভোলার ডেভেলপমেন্ট ফোরাম এর অংশগ্রহণ প্রসঙ্গে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোলা ডেভলপমেন্ট ফোরাম- ঢাকা এর সভাপতি জনাব সাইফুল ইসলাম কামরুজ। তিনি বলেন ভোলা জেলার যে কোন সংগঠন যেকোনো প্লাটফর্মে ভোলা জেলার উন্নয়নের জন্য যদি কোন আন্দোলন করে সে ক্ষেত্রে ভোলা ডেভলপমেন্ট ফোরাম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরম রাজপথে কোন আন্দোলন না করলেও দীর্ঘদিন যাবত সরকারি বিভিন্ন অফিস আদালত ও মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে ভোলা- বরিশাল সেতু বাস্তবায়ন কাজ তদারকি করছে, একই সাথে ভোলা জেলায় একটি সার কারখানা স্থাপনের কাজ চলমান রয়েছে, আমরা আশা করছি অচিরেই আমরা সুখবর পাব।
এ পর্যায়ে বক্তব্য রাখেন আজকের সভার প্রধান অতিথি ভোলা ডেভলপমেন্ট ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জহুরুল আলম। তিনি বলেন ভোলা জেলায় যে সকল তরুণ নেতৃবৃন্দ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তিনি সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম অক্লান্ত পরিশ্রমের ফলে ঢাকা হতে ভোলায় লঞ্চ এর ডে সার্ভিস চালু হয়েছে, তিনি বলেন ভোলা ডেভলপমেন্ট ফোরাম এর প্রচেষ্টায় মতিরহাটে ফেরি ঘাট স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
এ পর্যায়ে বক্তব্য রাখেন ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুল ওহাব খান। তিনি বলেন আমাদের ভোলা- বরিশাল সেতু বাস্তবায়নের দাপ্তরিক কাজ অনেক দূর এগিয়েছে আর এ সকল কাজে সার্বিক সহায়তা করেছেন জনাব সাইফুল ইসলাম কামরুল সহ বেশ কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ।
এ পর্যায়ে
আগামী ২৭ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধন করা হবে সেখানে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর অংশগ্রহণ করার বিষয়ে সকলের মতামত আহবান করা হয়
অদ্যকার সভায় উপস্থিত সকল সদস্য উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করার বিষয়ে একমত পোষণ করেন।
সর্বসম্মতিক্রমে আগামী ২৭ এপ্রিল সকাল দশটার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলা জেলার বিভিন্ন সংগঠনের সাথে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর সকল সদস্যদের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
অদ্যকার সভায় আরো বক্তব্য রাখেন জনাব গোলাম রসুল বেলাল, জনাব ওবায়দুর রহমান বিন মোস্তফা, মোঃ মোস্তফা কামাল, রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান লিটন প্রমুখ।
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সমাপ্তি ঘোষনা করেন।