

মোঃ সাইফুল ইসলাম আকাশ
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পৌর স্বেচ্ছাসেবক দলে নেতাকর্মীরা।
২০ আগস্ট বুধবার সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য রেলি,বৃক্ষ রোপণ,হাসপাতালের সামনে পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদারের সভাপতিত্বে’পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন হাওলাদারের
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন করেন,উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
এ সময় আরো বক্তব্য রাখেন,পৌর বিএনপি সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার,যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম পন্ডিত,বনি আমিন,বাবুল আখন,মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।
এসময় বক্তারা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী।