
বিশেষ প্রতিনিধি।
দৈনিক ভোলা টাইমস্ ::ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুঞ্জেরহাট বাজারে কাচিয়া ইউনিয়ন পরিষদ এর সামনে ছয় শতাংশ জমির উপর নির্মিত দুই তলা ভিত বিশিষ্ট তিন কক্ষের একটি ভবন জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের চরঢোষ সাকিনের আবদুল মুনাফের পুত্র শফিজল মাতব্বরের বিরুদ্ধে।
শনিবার ( ১৩ ডিসেম্বর) সকালে উপজেলার হাসান নগর ইউনিয়নের ভুক্তভোগী নিজাম উদ্দিন মহাজন বলেন, আমি উক্ত জমির উপর নির্মাণাধীন ভবনটি ঢাকা কেরানীগঞ্জ বর্তমান সাকিনের মো ইকবাল হোসেন এবং তার দুই ভাই মো আকবর হোসেন ও হাজী আজাদ হোসেন হইতে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জামানত সহ মাসিক ৩০ হাজার টাকা পরিশোধের শর্তে ১০ বছরের জন্য চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া গ্রহণ করি। নির্মাণাধীন ভবনটির ওয়াল, জানালা, শ্যাটার, ফ্লোর, টাইলস সহ উন্নয়ন কাজ করে ব্যবহার উপযোগী করে ব্যবসা করতে থাকি। নিজাম উদ্দিন মহাজন আরো বলেন,
কিন্তু ৫ অক্টোবর ২০২৪ তারিখে বিগত সরকার পতনের পর অভিযুক্ত শফিজল মাতাব্বর উক্ত জমির মালিকানা দাবি করে উক্ত ঘরে তালা ঝুলিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে সমাধান খুঁজতে থাকি। শেষে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর মধ্যস্থতায় শফিজল মাতাব্বর উক্ত ভবনের দখল ফিবিয়ে দেয় বটে ।
কিন্তু চার মাস যেতে না যেতেই শফিজল মাতাব্বর উক্ত তিন কক্ষ বিশিষ্ট ভবনের দুইটি কক্ষ দখল করে নেয় এবং কক্ষ দুইটির ভাড়া উত্তোলন সহ ভোগ দখল করতে থাকে। বিষয়টি আবারও সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে জানানো হয়।
নিজামুদ্দিন মহাজন অভিযোগ করে বলেন, শফিজল মাতাব্বর উক্ত দোকান ও ঘরের দখল ছেড়ে দেওয়ার শর্তে আমার থেকে চেক এবং নগদে ১ লক্ষ ১০ হাজার টাকা গ্রহণ করেন। এতসত্বেও উক্ত ভবনের দুইটি কক্ষ তার দখলে রেখে ভাড়া উত্তোলন অব্যাহত রেখেছে। এতে শফিজল মাতব্বর আমার লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধন করে।
এদিকে উক্ত ভবন ও জমির প্রকৃত মালিক ইকবাল হোসেন বলেন, উক্ত জমির দলিল, কাগজপত্র এবং নামজারি আমাদের নামেই রয়েছে। আমি ও আমার দুই ভাই উক্ত সমস্যাটি নিয়ে বিগত ২৫ জুন ২০২৫ তারিখে পুলিশ সুপার ভোলা এর কার্যালয়ে অভিযোগ দাখিল করি, স্মারক নং ১২৬১/(পিআরও)।
পক্ষান্তরে উক্ত জমির সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে দেখা যায় যে সফিজল মাতবর উক্ত জমির মালিকানা দাবি করে বোরহানউদ্দিন সহকারী জজ বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা নং ২৭/২০২১( বোর) দায়ের করেন। তবে একাধিকবার বাদী পক্ষের অনুপস্থিতজনিত এই মোকাদ্দামাটি খারিজ যোগ্য বলে আদালতের আদেশ পাওয়া যায়।
