
মোঃ বাবুল রানা,
দৈনিক ভোলাাটাইমস্::
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তার মধ্যে ভোলার সংসদীয় ৪টি আসনেরও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ভোলা সদর-১ আসনে স্থান পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো: হাফিজ ইব্রাহীম। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ভোলা-৪ আসনে এসেছে নতুন মুখ। এ আসনে সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এদিকে ভোলার ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করায় নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। তালিকা প্রকাশের খবর পেয়ে বিএনপির নেতা-কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে দলিয় অফিসে আসতে থাকেন। এ সময় তারা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন দলিয় অফিসগুলো।
