সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ডা. আজাহার উদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয়ন নিশ্চিত করা যায়নি।
নিহতরা হলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা হারাধন দাসের স্ত্রী শিল্পি রানী দাস (৫৫), তার ছেলে তুষার দাস (২৫) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে অটোরিকশা চালক মো. নছিম (৪৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মা-ছেলে রিজার্ভ অটোরিকশা নিয়ে তজুমদ্দিন থেকে লালমোহনের গজারিয়া কলেজ পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে বেড়ানো শেষে আবার নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ মা-ছেলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।