
ভোলা টাইমস্, ডেক্স:
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার বরিশালে আসার কথা থাকলেও শনিবার বিকেলে সেই তারিখও পেছানো হয়েছে। কবে তিনি বরিশাল সফরে আসবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
তারেক রহমানের সফর সূচি এখনো নির্ধারিত হয়নি বলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুরুতে ২৬ জানুয়ারি বরিশালে তারেক রহমানের আগমনের কথা ছিল। পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়।
বিলকিস আক্তার বলেন, ‘তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর কথা ছিল। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করার একটি পরিকল্পনাও ছিল।’
তিনি আরো বলেন, ‘পুরো শিডিউল সমন্বয়ের জটিলতার কারণেই সফর পেছাতে হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সেই সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ সময় পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরের কথা ছিল তার।
