
ভোলা টাইমস্ ডেক্স:
ভোলা সদর উপজেলার ইলিশা জংশন পন্ডিতের হাট সংলগ্ন ইলিশা স্কলারস একাডেমিতে ছাত্র ছাত্রীদের জন্য দোয়া সবক দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১ শে জানুয়ারী শনিবার) পন্ডিতের হাট সংলগ্ন ইলিশা স্কলারস একাডেমির মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইলিশা স্কলারস একাডেমি এর চেয়ারম্যান ডাঃ মোঃ নাজিম উদ্দীন আলম এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন,মৌলভীর হাট হোসাইনিয়া কমিল মডেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃমফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি মাওলানা আব্বাছ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আরো উপস্থিত ছিলেন,ইলিশা স্কলারস একাডেমি এর প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষকা,ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দু। অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
