আল-আমিন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার দৌলতখানে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে মাছের পোনা ধ্বংসকারী অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। রবিবার (০৯ ডিসেম্বর ) সকাল থেকে উপজেলার হাজিপুর, মদনপুর ইউনিয়নের মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড’র সহায়তায় দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এ অভিযান পরিচালনা করেন। এসময় মেঘনা নদী থেকে চারটি বিস্তৃত চরঘেরার ৮০০ টি খুটি জালসহ জালকেটে ধ্বংস, ১৪০ পিস চরঘেরা জাল, ১ টি ঘন ফাসের পাইজাল,১ টি হাফসা জাল কেটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন এসব অবৈধ জালে জাটকা, পোয়া ও পাঙ্গাসের পোনা ধ্বংস হয়। দৌলতখানে অবৈধ জাল ব্যবহারের একটি সিন্ডিকেট বিভিন্নভাবে অভিযান প্রতিরোধে বাধা প্রদান করলেও মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল প্রতিরোধে উপজেলা মৎস্য দপ্তর কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন