এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::"অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৪। মঙ্গলবার(৩ ডিসেম্বর'২৪) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সারে ৯ টায় বের হয় একটি বর্নাঢ্য রেলি। প্রায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবক এবং সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলিটি ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজিত দিবসের রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভার সভাপতি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় তার অনুপস্থিতিতে সভাপতির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকত হোসেন সহ কয়েকজন বিশেষ অতিথি। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে এনডিসি সামছুজ্জামান, সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোকাদ্দেস আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার মিরাজ আহমেদ ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন সহ আয়োজক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। ৩৩ তম দিবসটির সভায় বক্তারা সকলেই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সরকার প্রদত্ব সুবিধাগুলো বাস্তবায়নের ওপর গুরাত্বারোপ করেন। সভা শেষে দুজন প্রতিবন্ধীকে দুটি ট্রাই সাইকেল এবং অন্য দুজনকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় জেলা সমাজসেবা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের তরফ থেকে।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন