এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা জেলার সর্বস্থলে পরিবেশ নষ্টকারী সকল অসাধু ব্যাবসায়ীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ ও দৌলতখানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বাজারজাত করনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভোলা জেলা প্রশাসন। মঙ্গলবার(১৯ নভেম্বর'২৪) ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলশ ভূঞা।
পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির অপরাধে পরানগঞ্জ বাজারস্থ মেসার্স মৃধা স্টোরের মালিক মোঃ ফোরকান(৩২) কে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং তার দোকানে থাকা ৩ কেজি পলিথিন জব্দ করেন এবং একই বাজারে অবস্থিত মেসার্স জাকারিয়া স্টোর নামক দোকানের মালিক মোঃ জাকারিয়া হোসেন(৪৩) কে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং তার দোকানে থাকা ৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। অন্যদিকে একই দিনে ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্যবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দৌলতখান উপজেলা প্রশাসন। মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী। পরিবেশ অধিদপ্তরের এডি তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট দৌলতখানের মধ্যবাজরে অবস্থিত মেসার্স গাজী হার্ডওয়্যার নামক ব্যাবসা প্রতিষ্ঠানটির মালিক পালিয়ে গেলেও তার দোকানে মজুদ থাকা আনুমানিক ৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন। পরানগঞ্জ ও দৌলতখানে পরিচালিত মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করে ভোলা সদর মডেল থানা ও দৌলতখান নানা পুলিশের দুটি দল।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন