এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::সমাজে বিদ্ধমান সকল বৈষম্যের বিরুদ্ধে গত জুলাই বিপ্লবের পর সকল স্তরের মানুষ এখন সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তারই অংশ হিসেবে এবার নিজেদের প্রাপ্য অধিকার আদায়ের লক্ষে মানববন্ধন করছে ভোলা সদর হাসপাতালে কর্মরত পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট গণ। বুধবার(২০ নভেম্বর'২৪) ভোলা ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ৬ দফা দাবিতে মান্বববন্ধন করে সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্সাসিস্টগণ। সকাল প্রায় ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে নিজেদের ৬ দফা দাবি বাস্তবায়নের পক্ষে জোড়ালো ও যৌক্তিক বক্তব্য পেশ করেন ভোলা সদর হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট মোঃ মিজানুর রহমান, শাহাজামান সোহেল, আব্দুর রাজ্জাক রাজু, মোঃ রজাউল করিম, মোঃ আহসান হাবীব, মিনহাজুর রহমান, শামীমা নাছরিন, আবু সুপিয়ান, আব্দুল মান্নান, রবিউল ইসলাম, তুষার আহমেদ, ফরহাদ হোসেন ও হাসাবুল ইসলাম। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বর্তমান অন্তর্বর্তী কালিন সরকারের কাছে পেশ করা ফার্মাসিস্টদের দাবিগুলো হলো ১.দেশের সকল হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিষদ গঠন করতে হবে। ২.ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড প্রদান করা এবং অগ্রাধিকার ভিত্তিতে স্তগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। ৩.গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে উন্নতি করে নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে ,৪.ঢাকা আইএইচটিকে "বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি" নামকরণে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে হবে।,৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল বোর্ড গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রনয়ন করতে হবে এবং ৬. সকল অনুষদে বিএসসি,এমএসসি ও বিকম কোর্স চালু করে স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা প্রদান করতে হবে। "আশ্বাস নয়,বাস্তবায়ন চাই" এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে তারা সরকারকে হোসিয়ারী করে বলেন, "আমাদের দাবিগুলো অতিসত্বর পুরন করা না হলে আমরা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো"। এ সময় ভোলায় কর্মরত প্রায় সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন