এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::চারদিকে নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ হলো মৎস্য সম্পদ। আর সেই মৎস্য সম্পদ আহরনে প্রতিনিয়ত চলছে আইনের লঙ্ঘণ বা অনিয়ম। আর সেই অনিয়ম রোধ করার জন্য সরকার বছরের বিভিন্ন সময়ে মাছ ধরায় অবরোধ দিলেও অসাধু ব্যাবসায়ীরা তাদের অনিয়মগুলো সর্বদাই চালিয়ে যাওয়ার পায়তারায় ব্যস্ত থাকে।
তাই সেসব অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার(১৫ নভেম্বর’২৪) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে মৎস্য অফিসার। সদ্য সমাপ্ত ২২ দিনের নিশেদাজ্ঞার পর পরিচালিত অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম শুভ। অভিযান সম্পর্কে শুভ বলেন, “সম্মানিত ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা মোতাবেক আমরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে ১ টি ফাঁসের বৃহৎ আকৃতির অবৈধ পাই জাল জব্দ করে জন্মুখে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। ভোর ৬.০০ টায় পরিচালিত অভিযানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।