এ.সি.ডি. অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::প্রথম মানে অতুলনীয়, প্রথম মানে স্কপ্ন বোনার শুরু,প্রথম মানে আকাশ ছৌঁয়ার গল্প, প্রথম মানে আলো ফোটানো দিনের যাত্রা। তাইতো নাম তার দৈনিক প্রথম আলো। হ্যাঁ, বাংলাদেশের সর্বাধিক পাঠক প্রিয় পত্রিকা প্রথম আলোর জন্মদিনের কথা বলছি। শনিবার(৯ নভেম্বর'২৪) দেশের সত্যিকারের আয়না শ্বরুপ পত্রিকাটির ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলা প্রেসক্লাবে একটি ব্যাতিক্রমী আয়োজন করেন পত্রিকাটির ভোলা জেলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ।
প্রথম আলো যেমন তার সত্য ও স্পষ্টবাদি খবর প্রকাশের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে এখন বিশ্বময় তার আলো ছড়াচ্ছে তেমনি সাংবাদিক নেয়ামত উল্যাও কিছু ব্যাতিক্রমী আয়োজনের মাধ্যমে সকলকে বুঝিয়ে দিলেন যে প্রথম আলো সত্যিকার অর্থেই একটি অতুলনীয় পত্রিকার নাম। "জেগেছে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত দিবসটি উপলক্ষে গতানুগতিক ধারার বাইরে গিয়ে শুধু মাত্র ভোলায় কর্মরত নবীন-প্রবীন সাংবাদিকদের মিলনমেলার আয়োজনেই সিমাবদ্ধ ছিলোনা বরং দেশাত্ববোধক গান,কবিতা আবৃত্তি, নৃত্ত, শুভেচ্ছা প্রধান এবং প্রবীন বা সিনিয়র সাংবাদিকদের তাৎপর্যপূর্ণ আলোচনা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। উল্লেখ না করলেই নয় যে, দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় এই পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী কোন রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে নয় বরং শুধু সাংবাদিকদের নিয়ে উদযাপন কারাই যে যথার্ত তার প্রমান করে দিয়েছেন গুণি সাংবাদিক নেয়ামত উল্যাহ। মশিউর রহমান পিংকু এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রথম আলোকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকত হোসেন, সাংবাদিক এডভোকেট নজরুল হক অনু, মোঃ ওমর ফারুক, এডভোকেট শাহাদাত হোসেন শাহিন, মোঃ ইউছুফ হোসেন শরীফ, মেজবা উদ্দিন শিপু, জাকির হোসেন, হেলাল উদ্দিন,ছোটন সাহা, এ,সি.ডি.অর্জুন, ইকরামুল আলম সহ প্রায় শতাধিক গণমাধ্যম কর্মী, ব্যাবসায়ী অবিনাশ নন্দী, ভোলা সরকারি কলেজের শিক্ষক জামাল উদ্দিন ও সরকারি স্কুলের শিক্ষক আল মনির সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিশু একাডেমির জেলা কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন ও সমাজের বিভিন্ন শ্রেনীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানের মাঝে মাঝে গান গেয়ে আয়োজনকে আরো আকর্ষনীয় করে তোলেন সংগীত শিল্পী মনির চৌধুরী, মৃদৃল দে ও সুস্মিতা দে এবং নৃত্ত পরিবেশন করে কয়েকজন শিশু শিল্পী। এ সময় ভোলার বিশিষ্ট তবলা বাদক ভাস্কর মজুমদার, এনজিও প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন