মোঃ হাসনাইন আহামেদ,
দৈনিক ভোলাটাইমস্ ::জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা শেষে র্যালী বের হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি র্যালী বের হয়ে কালিনাথ রায়ের বাজার, বরিশাল দালান, বাংলাস্কুল মোড়, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সাফল্য মন্ডিত করার লক্ষে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে পৃথক পৃথকভাবে খন্ড খন্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। এ সময় তারা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন এবং বাদ্য-যন্ত্রের সাহায্যে নেচে-গেয়ে অনুষ্ঠানে সামিল হয়। একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আসতে থাকেন আর জেলার নেতারা তাদেরকে শুভেচ্ছা ও অথ্যর্থনা জানান। এক সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে পূর্ব ও পশ্চিমের রাস্তায় অন্তত ২৫ থেকে ৩০ হাজার নেতা-কর্মীদের ঢলে কিছুটা সময়ের জন্য যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর নেতা-কর্মীরা মুক্ত বাতাসে নিজেদের মত করে বিএনপির কোন অনুষ্ঠানে যোগ দিতে পেরে যেন তারা আনন্দে উদ্যেলিত। এক সময় তা জেন সমুদ্রে পরিণত হয়।
এ সময় জেলার নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। র্যালী পূর্ব সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মফিজুল ইসলাম মিলন, বশির হাওলাদার, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরাদ হোসেন মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ তানভীর তালুকদার, জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা যুবদল নেতা মিজানুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল হোসেন ওয়াদুদ, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার প্রমূখ। র্যালীতে জেলা বিএনপির নেতা-কর্মী ছাড়াও বিএনপির বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন