এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে বর্তমান অন্তর্বর্তী কালিন সরকার শসস্ত্র বাহিনীকে সারাদেশে আরো সক্রিয় করে রেখেছে। তারই অংশ হিসেবে ভোলা জেলায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনে কর্মরত একটি বাহিনী সোমবার(৪ নভেম্বর'২৪) রাত ২.৩০ টায় আটক করে ভোলার দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান মোঃ বেলায়েত হোসেন(৬১) সহ ৪ সন্ত্রাসীকে। এ বিষয়ে সকাল সারে ১০ টায় ভোলায় নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে কোস্ট গার্ড। সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন রিফাত জানায়, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাংলাদেশ পুলিশের ভোলায় কর্মরত একদল সদস্যের সহায়তায় ভোলা সদর উপজেলাধিন ৫ নং বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করি। রাতভর চলা অভিযানে বেলায়েত সহ তার বাহিনীর সদস্য শেখ ফরিদ(৩৭) মোঃ কামাল(৫২) ও মোঃ আল আমিন(২১) কে অস্ত্র সহ আটক করেছি। তিনি বলেন, আটকের সময় সন্ত্রাসীদের কাছে থাকা ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ টি তাজা কার্তুজ, ৩ টি ছুরি ও ১ টি চাপাতি উদ্ধার করেছি। কেপ্টেন আরো বলেন, সন্ত্রাসী বেলায়েত হোসেন তার নেতৃত্বে দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে নানান অপকর্ম করে আসছিলো। তাছাড়া আটককৃত বেলায়েতের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে এবং দৃত সনাত্রাসীদেরকে ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ সময় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিম তকি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন