প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৪:৪৭ পি.এম
বিআরটিএ ভোলা’র সহকারী পরিচালক মাহবুবুর রহমান এখন রংপুর বিভাগীয় কর্মকর্তা
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::"যেতে নাহি দিবো হায়,তবু যেতে দিতে হয়,তবু চলে যায়" কবির লেখা চীর সত্য উক্তিটির মতোই একটি সত্য হলো সরকারি যেকোন বিভাগের কর্মকর্তাদের চাকরি করতে হলে বদলি হতেই হবে। কারন সরকারি নুিয়মানুযায়ী প্রথম শ্রেনীর কর্মকর্তাগণ সাধারনত ৩ বছরের অধিক একই স্থানে থাকতে পারেননা। কিন্তু তারপরও সরকারি নির্দেশনা বা অন্য কোন কারনে কোন কোন কর্মকর্তা একই স্থানে নির্ধারিত সময়ের চেয়ে বেশি থাকেন। তেমনই একজন অফিসার ছিলেন বিআরটিএ, ভোলা জেলার সহকারী পরিচালক এ এস এম মাহবুবুর রহমান। বরিশালের কৃতি সন্তান মাহবুব গত ২৪ জানুয়ারী ২০১৯ থেকে ২৭ অক্টোবর'২৪ পর্যন্ত বিআরটিএ, ভোলা জেলা অফিসের সহকারি পরিচালক পদে সফলতার সহিত দায়ীত্ব পালন করার পর বাংলাদেশ রোড ট্রান্সফোর্ট অথরিটি তাকে রংপুর বিভাগীয় কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করেন। বুয়েটের সাবেক মেধাবী ছাত্র মাহবুব তার ১২ বছরের চাকরি জীবনে প্রথমে গোপালগঞ্জ জেলায় তারপর পটুয়াখালী এবং নিকট অতিতে ভোলায় ছিলেন প্রায় ৬ বছর। বৃহস্পতিবার(৩১ অক্টোবর'২৪) দীর্ঘদিনের কর্মস্থল ভোলা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেয়ার সময় সদালাপি মাহবুব বলেন, "আমি সবসময় ভোলার মানুষকে সকল প্রকার হয়রানীমুক্ত সেবা দেয়ার চেষ্টা করেছি। তার বড় প্রমান হলো আমি কারো ফাইল পেন্ডিং রাখিনি। বরং যেকোন ফাইল জমা পরার দিন থেকে কাজ শুরু করে যতদ্রুত সম্ভব কাজ সম্পন্ন করে ছেড়ে দিয়েছি। তাই আমার অফিসে ট্রুটিমুক্ত কোন ফাইল জমা নেই। আর এতে আমাকে আমার সকল সহকর্মীরা সহযোগিতা করেছেন"। দুটি পুত্র ও একটি কন্যা সহ তিন সন্তানের জনক মাহবুবুর রহমানকে তার দীর্ঘদিনের সহকর্মীগণ একটি বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় মোটরযান পরিদর্শক ও ভারপ্রাপ্ত এডি সৈয়দ রাসেল, উচ্চমান সহকারী মোঃ শামীম, অফিস সহায়ক মোঃ নজরুল ইসলাম সহ সকল অফিস স্টাফগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন
Copyright © 2024 দৈনিক ভোলা টাইমস্ . All rights reserved.