এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হলো জাতীয় সমবায় দিবস-২০২৪। শনিবার(২ নভেম্বর'২৪) সকাল সারে ৯ টায় জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরো আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এবং সমবায় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন।
সমবায় সংগীতের মাধ্যমে শুরু হওয়া ৫৩ তম দিবসটি উদযাপনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ডিসি আজাদ জাহান এর নেতৃত্বে বের হয় একটি বর্নাঢ্য রেলি। জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, সমবায় কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ভোলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্যের অংশগ্রহণকৃত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়। ভোলা জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উদযাপিত দিবসটির রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "আমরা আজকের সমবায় দিবস থেকে এটাই শিক্ষা নিতে পারি যে, সকল যুবক যুবতি সমবায়ী হবো এবং আর্থিক ভাবে সমৃদ্ধশালি বাংলাদেশ গড়ে তুলবো। যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবেনা। তিনি আরো বলেন, দেশ আর্থিক খাতে অনেক তলানীতে পরে গিয়েছিলো। কিন্তু এখন বিদেশ থেকে প্রতিদিন অনেক রেমিট্যান্স আসতে শুরু করেছে। যার ফলে দেশ আবার ঘুরে দাড়াতে শুরু করেছে"। জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক আব্দুল মতিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সমবায় ব্যাংকের পরিচালক আবুল বাশার বুলবুল, সাবেক সমবায় অফিসার নজরুল ইসলাম খান ও বেসরকারি সংস্থা লজিক এর কর্মকর্তা নুরুল মোমেন রায়হান। জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক কেশব চন্দ্র মাঝি এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমবায় অফিসের সহায়তায় সমবায় সমিতির মাধ্যমে নিজেদের সফল সমবায়ী হওয়ার অভিজ্ঞতা ব্যক্ত করেন নাছরিন সুলতানা ও মাকসুদুর রহমান হিরন সহ কয়েকজন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালাক মোঃ মিজানুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আহসান হাবীব, এনডিসি সামছুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ, সাইফুল ইসলাম ভূইঞা ও মোঃ জিয়াউল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাদ্দেক আলী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও সমবায় অফিসের সকল কর্মকর্তা কর্মকর্চারী সহ সরকারি-বেসরকারি সংস্থা থেকে আগত বিভিন্ন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন