এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::মা ইলিশ রক্ষার লক্ষে সারাদেশের নদীগুলোতে চলমান ২২ দিনের অভিযানের ১৮ তম দিনে অর্থাৎ ৩০ অক্টোবর'২৪ রাত সারে ১২ থেকে সকাল পর্যন্ত ভোলা জেলার লালমোহন উপজেলাধিন তেতুলিয়া নদীতে অভিযান চালায় লালমোহন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ। অভিযান বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব এর দেয়া তথ্য মতে জানা যায়, গভীর রাতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে মোট ১৭ জন জেলেকে আটক করা হয়েছিলো। লালামোহন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট আটককৃত ১৪ জন জেলেকে প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করেন। এ ছাড়াও অপ্রাপ্ত বয়স্ক ৩ জনের বিরুদ্ধে মুচলেকা পন্থা অবলম্বন করা হয়। তিনি বলেন, "আটককৃত জেলেদের কাছ থেকে ১২ হাজার মিটার অবৈধ জাল ও ৬০ কেজি মাছ জব্দ করে মাছগুলো তৎখনাত বিভিন্ন এতিমখানায় দান করে প্রশাসন এবং অভিযানের বাকী দিনগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে"। মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করে লালমোহন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার মোঃ সাইদুর রহমান ও লালমোহন থানার একদল পুলিশ সদস্য।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন