মোহাম্মদ ইলিয়াস,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার চর কুকরি মুকরি নৌ পুলিশের সামনেই চলছে ইলিশ শিকার এবং বেচাকেনা, চর আইচা থানা দিন চর কুকরি মুকরি ইউনিয়নে অবাধে চলছে ইলিশ মাছ ধরার প্রতিযোগিতা, এ যেন দেখার কেউ নেই, গত ২৯-১০-২৪তারিখ ভোর ছয়টায় সরজমিনে গিয়ে দেখা যায় চর কুকড়ি মুকরি ডাকাতিয়া খাল পারে নবীনগর নৌ পুলিশ ফাঁড়ি নাকের ডগায় প্রকাশ্যে আরত গুলোতে মাছ বেচাকেনা হচ্ছে। এ যেন সরকার ঘোষিত ২২(বাইশ)দিনের অবরোধের বিপরীতে ইলিশ নিদনের মহা উৎসব। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক জেলেদের সাথে কথা বলে জানা যায় স্থানীয় নৌ পুলিশকে ম্যানেজ করে টলার প্রতি টাকা এবং মাছ উপহার এর মাধ্যমে তারা মাছ ধরছেন। এ যেন সরিষার ভেতরে ভূত।
এ ব্যাপারে নবীনগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে জানতে চাইলে এ ব্যাপারে তার কিছু জানা নাই বলে জানান।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন