প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৪, ১২:০১ এ.এম
ভোলায় অনুষ্ঠিত হলো জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
এ.সি.ডি.অর্জুন,
একটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে সেই জেলার উন্নয়ন কতটা তরান্নিত হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে তবে উন্নয়ন বাধাগ্রস্থ হয়। আর সেই বাস্তবতার আলোকেই সরকারি নিয়মানুযায়ী দেশের প্রতিটি জেলায় প্রতি মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার লক্ষে অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৬ জুলাই'২৪) অনুষ্ঠিত হয় ভোলা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই উপস্থিত সকল সরকারি দপ্তর প্রধানদের স্বস্ব দপ্তরের কাজের অগ্রগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য শ্রবন করেন এবং সাথে সাথেই উল্লেখিত সমস্যার সমাধানের জন্য আইনী পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। প্রায় ২ ঘন্টা যাবত চলা সভায় ভোলা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশেষ ভাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মামুন উর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ, লালমোহন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটব, বোরহানউদ্দিন পরিষদের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ আবু আহম্মেদ শাফী, জেলা জজ কোর্টের পিপি স্বপন কৃষ্ণ দে, এন এস আই এর উপ পরিচালক মোঃ তৌহিদুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সহ উপস্থিত সকল সদস্য গণ। সভায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে জিনের বাদশার দৌরাত্ব, অবৈধ ডায়াগনস্টিক ক্লিনিক, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ, ভেদুরিয়া ও ইলিশা ঘাটে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা আদায় রোধ সহ বিভিন্ন অসঙ্গতিগুলোর ওপর গুরুত্বারোপ করেন সভাপতি। এ সময় সকল উপজেলার নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন ও কোস্টগার্ড অফিসার, রেব অফিসার সহ কমিটির প্রায় সকল সদস্য বা তাদের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। সভা শেষে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে স্বাগত জানান সভাপতি ও জেলা প্রশাসক আরিফুজ্জামান।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন
Copyright © 2024 দৈনিক ভোলা টাইমস্ . All rights reserved.