এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::সরকারি হিসাব অনুযায়ী দেশে প্রতিবছর ৪ হাজার ৯শ ৭০ জন নারী জরায়ুমুখে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যায়। আর তাই নারীদের গোপনাঙ্গের ভয়ংকর এই রোগটিকে প্রতিরোধ করার জন্য সরকার ২৪ অক্টোবর থেকে দেশের ৮ টি বিভাগে(ঢাকা ব্যাতিত) একযোগে শুরু করেছে এইচপিভি টিকাদান কর্মসূচি। তারই অংশ হিসেবে ভোলার সকল মানুষের মধ্যে বিষয়টি সম্পর্কে অধিক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করে একটি এডভোকেসি ও পরিকল্পনা সভা। বৃহস্পতিবার(২৪ অক্টোবর'২৪) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডারদের উদ্দ্যেশ্যে বলেন, "শুধু মাত্র জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে আমাদের দেশে প্রতিবছর বহু সংখ্যক মা-বোন অকালে জীবন হারান। আর এই দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করার জন্য সরকার সারাদেশের ১০ থেকে ১৪ বছর বয়সী সকল মেয়েকে এইচপিভি টিকা দেয়া শুরু করেছে। এখন শুধু দরকার বিষয়টি সম্পর্কে সকল মেয়ে ও তাদের পিতামাতাদেরকে সচেতন করা। যে কাজটি আপনাদের মাধ্যমেই খুব সহজে করা সম্ভব। ডিসি আজাদ আরো বলেন, আপনারা স্ব স্ব স্থান থেকে সকলকে সচেতন করলে এই রোগে নারীদের মৃত্যুর হার সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব"। জরায়ুমুখ ক্যানসারের কারন ও এর প্রতিরোধমুলক এইচপিভি টিকা সম্পর্কে সভায় বিস্তারিত তুলে ধরে বক্তব্য প্রদান করেন ভোলায় নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিষয়টির গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন ও শিশু বিশেষজ্ঞ ডাঃ এইচ কবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আলী আজগর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামিক মিশন গুলোর মিশন প্রধানগণ, সুপারভাইজার গণ, কওমি মাদ্রাসার মোহতারিম ও শিক্ষকগণ, মডেল মসজিদের ইমাম ও মোয়াজ্জেমগণ, মসজিদভিত্তিক পাঠশালার প্রধানগণ সহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রশিক্ষকগণ। সভায় সিদ্ধান্ত হয় যে, ইসলামিক ফাউন্ডে শনের তত্বাবধানে এইচপিভি টিকাদান বিষয়ে প্রান্তিক পর্যায়ের মা-বোনদের সচেতন করার লক্ষে ভোলা জেলার প্রতিটি উপজেলায় ১০ টি করে মোট ৭০ টি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে পড়ুয়া ১ লক্ষ ১৬ হাজার ৬ শ ১৬ জন ও বাড়িতে থাকা ৫ হাজার ২ শ ৪ জন সহ ভোলা জেলায় মোট ১ লক্ষ ২১ হাজার ৮ শ ২০ জন কিশোরীকে ২৫৭ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীর মাধ্যমে এইচপিভি টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারন করেছে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন