প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ৩:৫৩ পি.এম
ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ১
নিজস্ব প্রতিনিধি,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় কোস্ট গার্ড দক্ষিন জোনের বিসিজি একটি আভিযানিক দল ও ভোলা সদর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার ভোররাতে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ৯ টি দেশীয় অস্ত্র, ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ড ও পাসপোর্ট।
কোস্টগার্ড জানিয়েছে, বেশকিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভনের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো লে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২০ অক্টোবর কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন কে আটক করা হয়।
আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন
Copyright © 2024 দৈনিক ভোলা টাইমস্ . All rights reserved.