প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ১১:৫৫ পি.এম
ভোলা সদর উপজেলায় যোগদান করলেন নতুন এসিল্যান্ড আবুল হাছনাত
এ.সি.ডি.অর্জুন,
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী বিভিন্ন কারনেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বদলি হতে পারে। যেমন পদোন্নতি, সরকারি প্রয়োজন কিংবা অন্য কোন কারনে। তারই ধারাবাহিকতায় ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা থেকে বদলি হয়ে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)পদে যোগদান করলেন ৩৮ তম বিসিএস ক্যাডার মোহাম্মদ আবুল হাছনাত। রবিবার(১৪ জুলাই'২৪) এসিল্যান্ড হাসনাত অফিসিয়ালি যোগদান করলেও ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান তাকে ফুল দিয়ে স্বাগত জানান ১৬ জুলাই। জেলা প্রশাসক এর দপ্তরে অনুষ্ঠিত ছোট্ট আনুষ্ঠানিকতার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ঢাকা জেলার কদমতলি থানার জুরাইন এলাকার বাসিন্দা মোঃ আব্দুল লতিফ ও হনুফা বেগম দম্পত্তির ৪ পুত্র ও ৪ কন্যা সহ ৮ সন্তানের মধ্যে সবচেয়ে কনিষ্ট পুত্র হাছনাত ৩৬ তম বিসিএস এর মাধ্যমে মৃত্তিকা সম্পদ ইন্সস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে প্রথমে সরকারি চাকরিতে প্রবেশ করলেও ৩৮ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে ১৪ ফেব্রুয়ারী ২০২১ এ প্রথম যোগদান করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার কার্যালয়ে। অবিবাহিত হাছনাত ২২ ফেব্রুয়ারী ২০২১ পাবনা জেলার জেলা প্রশাসাক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হাছনাত ১৭ এপ্রিল ২০২৪ তারিখে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার এসিল্যান্ড পদে যোগদান করলেও মাত্র ৩ মাসের মধ্যেই তিনি ভোলা সদর এসিল্যান্ড পদে যোগদান করলেন।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন
Copyright © 2024 দৈনিক ভোলা টাইমস্ . All rights reserved.