এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ :: সরকারি হিসাব অনুযায়ী দেশে প্রতিবছর ৪ হাজার ৯শ ৭০ জন নারী জরায়ুমুখে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যায়। আর তাই নারীদের গোপনাঙ্গের ভয়ংকর এই রোগটিকে প্রতিরোধ করার জন্য সরকার আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৮ টি বিভাগে(ঢাকা ব্যাতিত) একযোগে শুরু করতে যাচ্ছে এইচপিভি টিকাদান কর্মসূচি। তারই অংশ হিসেবে ভোলার সকল মানুষের মধ্যে বিষয়টি সম্পর্কে অধিক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় আয়োজন করা হলো এক সাংবাদিক সম্মেলন। সোমবার(২১ অক্টোবর'২৪) অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ভোলায় নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম। ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে জরায়ু ক্যানসার ও এর প্রতিরোধ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ খৈয়াম ফারুকী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ডাঃ মনিরুল বলেন, "এইচপিভি টিকা হলো সেই রোগের প্রতিরোধক যা আমাদের মা-বোনদের জরায়ু আক্রমন করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তিনি বলেন, এই টিকা আবিস্কারের ফলে ৯ থেকে ১৪ বছর বয়সেই মেয়েদেরকে টিকাদানের মাধ্যমে আমরা মাতৃ মৃত্যুর হার কমাতে পারবো। এখন শুধু দরকার এই টিকা সম্পর্কে অধিক প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা। ডাঃ মনিরুল উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনাদের স্ব স্ব গণমাধ্যমে বিষয়টি প্রচার করলে ভোলা জেলার সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভোলা জেলার নির্ধারিত বয়সী সকল মেয়েদেরকে টিকার আওতায় আনা যাবে। তাই আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া ১৮ দিন ব্যাপী এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি"। যারা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হবে তারা কিভাবে টিকার আওতায় আসবে সাংবাদিক অর্জুন এর এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, "১৮ দিনের মধ্যে প্রথম ১০ দিন সকল স্কুলের শিক্ষার্থীদেরকে টিকা প্রদান করা হবে। কিন্তু কোন কারনে কেউ যদি বাদ পরে যায় তাহলে সে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সাদা কাগজে নাম লেখানোর মাধ্যমেও টিকা গ্রহণ করতে পারবে। তাছাড়া বাকী ৮ দিন পড়াশুনা না করা বা বাড়িতে থাকা ৯ থেকে ১৪ বছর বয়সী সকল মেয়েদেরকে টিকা প্রদান করা হবে"। সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে পড়ুয়া ১ লক্ষ ১৬ হাজার ৬ শ ১৬ জন ও বাড়িতে থাকা ৫ হাজার ২ শ ৪ জন সহ ভোলা জেলায় মোট ১ লক্ষ ২১ হাজার ৮ শ ২০ জন কিশোরীকে ২৫৭ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীর মাধ্যমে এইচপিভি টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এ সময় সাংবাদিকদের মধ্যে বিশেষ ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এটিএন বাংলার ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধূরী তুহিন,দৈনিক কাল বেলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ শহীদ তালুকদার, মাই টিভির ভোলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন লিটন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আদিল হোসেন তপু, জুয়েল সাহা বিকাশ, জাকির হোসেন ও আলামিন শাহারিয়ার সহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন