প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ২:০৪ পি.এম
ভোলার বিভিন্ন ইউনিয়নে জেলেদের চাল দেয়া হচ্ছে অন্যদেরকে। চলছে সরকারি চালের হরিলুট
মোবাশ্বর উল্লাহ চৌধুরী,
দৈনিক ভোলাটাইমস্ ::জেলেদের চাল নিয়ে যাচ্ছে অন্যেরা। বিগত সরকারের সময়ও দুর্নীতির আশ্রয় নিয়ে জেলেদেরকে বঞ্চিত করে শতকরা আশি জন চাল পেয়েছে দলীয় কর্মী বা ইউপি চেয়ারম্যান মেম্বারদের নিজস্ব পোষ্য বা আত্মীয়-স্বজন।একইভাবে এখন পাচ্ছে অন্যরা। আজ ২০অক্টোবর বোরহান উদ্দিনের টগবি ইউনিয়নে জেলেদের চাল বিতরণে এই দৃশ্য ধরা পড়ে। চাঁল নিতে আশা ব্যক্তিরা স্বীকার করেছেন তারা জেলে নয়। জেলা সুজনের সভাপতি মোবাসসিরুল্লা চৌধুরী বিষয়টি দুপুর সাড়ে বারোটায় ভোলার জেলা প্রশাসককে লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন। ইতিপূর্বেও মৌখিকভাবে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছিল।পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে যত চেষ্টাই করুক মাঠ পর্যায়ের প্রশাসন কার্যকরী ভূমিকা না নিলে দুর্নীতি দমন করা কঠিন হবে। জেলা সুজনের সভাপতি উল্লাহ চৌধুরী চাল বিতরণে কারা দুর্নীতির সাথে জড়িত তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তিনি বলেন তড়িৎ ব্যবস্থা গ্রহণ করলে প্রশাসন দুর্নীতিবাজদেরকে হাতেনাতে ধরতে পারতো। টবগী ইউনিয়নে জেলেদের জন্য চাল বরাদ্দ হয়েছ ষাট টন।ওই ইউনিয়নে ৬০ জন জেলেই নেই। সরকারি মালের এই হরিলুটে সহযোগিতা করছে বিএনপি দলীয় নেতাকরিয়া প্রশ্রয় দিচ্ছে স্থানীয় প্রশাসন।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন
Copyright © 2024 দৈনিক ভোলা টাইমস্ . All rights reserved.