এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪। মঙ্গলবার(১৫ অক্টোবর'২০২৪) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্নাঢ্য রেলি। ভোলা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে যাত্রস্থানে এসে শেষ হয়। ভোলা জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলি পরবর্তী উপস্থিত সকলের সামনে হাত ধোয়ার প্রকৃক নিয়মাবলি প্রদর্শন করেন পুরো আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের একজন প্রতিনিধি। হাত ধোয়ার নিয়মাবলি প্রদর্শন শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "বিশ্ব হাত ধোয়া দিবসের লক্ষই হলো খাবার পূর্বে হাত ধোয়ার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কারন মানুষের কৃমি থেকে শুরু করে পেটের যোকোন পিড়া এই খাবার পূর্বে হাত ভালো করে ধোয়ার অভাবে হতে পারে"। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম মাহমুদুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ টুম্পা, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল ইসলাম ও বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উপ সন্বয়কারী মোঃ ফজলুল হক। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি সামছুজ্জামান ও সহকারী কমিশনারগণ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন