মোঃ আল-আমিন, দৌলতখান প্রতিনিধি,
"আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ" স্লোগান কে ধারন করে ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। অদ্য ১৫ জুলাই বেলা ১২.৩০ ঘটিকার সময় আর্থিক সঞ্চয় করাকে প্রধান্য দিয়ে দৌলতখান মহিলা কলেজের হলরুমে দৌলতখান মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করেছে । দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জাবের হাসনাইন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উপস্থাপক, আইএফআইসি ব্যাংক ভোলা বাংলাবাজার উপশাখার অফিসার মোঃ আশরাফ আলী বলেন আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যত।এছাড়াও অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ভোলা জেলা শাখার অপারেশন ম্যানেজার মোঃ তাজুল ইসলাম বক্তব্য প্রদান করেন।মোঃতাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন আর্থিক সঞ্চয় করার অভ্যাস আগে থেকেই শুরু করা উচিত।তাঁর বক্তব্যে ব্যাংকের নূতন হিসাব খোলা সহ অধিক মুনাফা অর্জন সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্য করেই মুলত অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।শিক্ষার্থীদের আর্থিক সঞ্চয় করার উৎসাহ প্রদান কালে তিনি বলেন তোমাদের উচিৎ অল্প হলেও সঞ্চয় করা।তোমাদের বাড়িতে বাবা মা ও আত্নীয় স্বজনকে সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ করবে।আইএফআইসি ব্যাংক পিএলসি, দৌলতখান উপশাখার ইনচার্জ মোঃ কামরুজ্জামান শাকিলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দৈনিক আজকের ভোলা পত্রিকার প্রতিনিধি আওলাদ হোসাইন উপস্থিত ছিলেন এছাড়াও দৌলতখান মহিলা কলেজের শিক্ষক, শিক্ষিকা,শিক্ষার্থী, কর্মচারী ও মিডিয়ার ব্যক্তি বর্গ।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন