Bhola Times
ঢাকাSaturday , 5 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে জেলেদের মাঝে সুষ্ঠুভাবে ভিজিএফ চাউল বিতরণ করায় খুশি জেলেরা।

newsroom
October 5, 2024 6:06 pm
Link Copied!

মোঃআল-আমিন,দৌলতখান প্রতিনিধি,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার দৌলতখানে জেলেদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে। খাদ্য সহায়তা হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল সুষ্ঠুভাবে বিতরণ করায় অসহায় জেলেরা খুবই খুশি বলে জানিয়েছে। ৬৫ দিনের অবরোধে দ্বিতীয় পর্যায়ে সমুদ্রগামী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ৩০ কেজি করে  এসব চাউল বিতরণ করা হচ্ছে। শনিবার ৫ অক্টোবর সকালে উপজেলার হাজিপুর ইউনিয়ন ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদে নিবন্ধিত তালিকাভূক্ত জেলেদের মাঝে এসব ভিজিএফ চাউল বিতরণ করা হয়। সরেজমিন হাজীপুর ইউনিয়নের চাউল বিতরণে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের টেক অফিসার,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার। সৈয়দপুর ইউনিয়ন পরিষদে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক মাস্টার, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সৈয়দপুর ইউনিয়ন  বিএনপির আহবায়ক তরিকুল ইসলাম মাষ্টার ,স্বপন শিকদার। হাজীপুর ইউনিয়নের ৭শত ৭৮ জন জেলের মধ্যে নিবন্ধিত ৫ শত ৬ জন জেলের  মাঝে এবং সৈয়দপুর ইউনিয়নে প্রায় ৫ হাজার জেলেদের মধ্যে নিবন্ধিত ২ হাজার ৪ শত ৭৮ জন জেলের মধ্যে চাউল দেয়া হচ্ছে বলে জানা গেছে। হাজীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোঃ অহিদ মাঝি, হেজু মাঝি, নসু মাঝি,  হোসেন মাঝি ও রোকেয়া বেগম জানায়, বিগত সরকারের আমলে আমাদেরকে জেলে কার্ডের চাউল দেয়া হয়নি। এবার সুষ্ঠু ভাবে চাল বিতরণ করায় চাউল পেয়ে আমরা খুবই খুশি। সৈয়দপুর  ইউনিয়নের কাঞ্চন মাঝি, ফাতেমা বেগম,  নিরু বেগম, আজগর মাঝি জানান, এবার সুষ্ঠু ভাবে চাল বিতরণ করায় আমরা চাউল পেয়েছি। জানা জায় ভোলা ২ আসনের সাবেক এমপি  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নির্দেশে বিএনপি দলীয় নেতা কর্মীরা চাউল বিতরণে সহায়তা করায় নিবন্ধিত সমুদ্রগামী জেলেরা ভিজিএফ এর এসব চাউল সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পেয়ে খুবই খুশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।