নিজস্ব প্রতিবেদন।
দৈনিক ভোলাটাইমস্ ::আমরা জানি Education is the backbon of nation.শিক্ষা জাতির মেরুদন্ড । শিক্ষার মাধ্যমে জাতির উন্নতি, সভ্যতা ও সমাজ তার মুল্যবোধ প্রজন্মের পর প্রজন্ম বিকশিত হয়। মানব সভ্যতা পূর্বে যেমন ছিল, বর্তমানে তেমন নেই। মানব সভ্যতার অন্যতম একটি নিয়ম হলো ক্রমবিকাশ। এই ক্রম বিকাশের মূলে রয়েছে শিক্ষা। মানব সভ্যতার বিবর্তনের মূলে যেমন শিক্ষার ভূমিকা রয়েছে, তেমনই শিক্ষার বিবর্তনে ও মানুষের ভূমিকা রয়েছে। মানব গোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তরিত করতে শিক্ষার গুরুত্ব অপরিসীম, তবে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিবর্জিত শিক্ষাক্রমে অবশ্যই শিক্ষাক- শিক্ষার্থী এবং জাতি নিজ আদর্শ হারিয়ে আদর্শহীন জাতিতে পরিণত হয়। তাই আদর্শ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে রাষ্ট্রযন্ত্রকে বাস্তব সম্মত সময়োপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। শিক্ষকবৃন্দকে যথাযথ প্রশিক্ষণ এবং মূল্যায়নের ব্যবস্থা করতে। শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক মূল্যবোধ সম্পন শিক্ষার পরিবেশ সুযোগ সুবিধা এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
শিক্ষক মন্ডলী মানুষ গড়ার কারিগর। । বাবা মা সন্তানের পারিবারিক শিক্ষক বটে কিন্তু শিক্ষার্থীকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে শিক্ষকের ভূমিশ খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাকে যাবতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হলে, শিক্ষকের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। এর বিকল্প নেই পার্বত্র কুরআন মাজীদের নাযিলকৃত প্রথম আয়াতে জ্ঞান আর্জন এবং শিক্ষাসংক্রান্ত কথা বলা হয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ) এরশাদ করেন, তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব- শিষ্টাচার শেখো। এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো, তাকে সম্মান করো।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন