স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলা টাইম :: ” প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অংগীকার” এই পতিপাদ্য বিষয় কে সামনে রেখে ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মো আজাদ জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু।
শিশু প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমি, ভোলার আবৃত্তি প্রশিক্ষণার্থী তাহমিদ হোসেন আরাফ,তাসমিয়া মেহজাবিন অধরা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ভোলা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচি শেষে আগামী ৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ^ শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৪।
এসময় জেলা প্রশাসক আজাদ জাহান
বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে। সে ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সরকার শিশুদের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তাই শিশুদের সামনে আমাদের আচরণ সংযত রেখে তাদের অগ্রাধিকার দিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। পরে শিশুদের অংশ গ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।