এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::”হীড আমার,আমি হীডের” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দেশের অন্যতম বেসরকারি সংস্খা হীড বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী। দেশের উপকূলীয় জেলা গুলোর পিছিয়ে পরা জনগোষ্টির জীবনমান উন্নয়নের লক্ষে ১৯৭৪ সালে জন্ম নেয়ার পর বহু চড়াই উৎরাই পারি দেয়া সংস্থাটির সূবর্ণ জয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় সংগীত, পায়রা অবমুক্ত করণ, বেলুন উড়ানো,উদ্বোধনী নৃত্য, হীড সংগীত, থিম সং এর উপর এ্যানিমেশন, বোর্ড চেয়ারম্যান এর বক্তব্য ও ৫০ বছর কার্যক্রমের নিয়ে ডকুমেন্টারী পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান।
উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য,শীক্ষা ও অর্থনীতির উন্নয়নে কাজ করা সংস্থাটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সূবর্ণ জয়ন্তী উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান। দরিদ্র মেধাবীদের লেখা পড়ায় বড় ভূমিকা পালনকারী হীড বাংলাদেশের ঋণ কার্যক্রম বিভাগের সহকারী পরিচালক অদ্বৈত কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সূবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি বলেন, “আমি হীড বাংলাদেশের সূবর্ণ জয়ন্তীর উৎসবে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কেননা পট গানের মাধ্যমে শিল্পীরা যেভাবে অনগ্রসর মানুষের উন্নয়নে করা এই সংস্থাটির কার্যক্রমগুলো উপস্থাপন করেছেন তাতে হীড বাংলাদেশের কাজ সম্পর্কে আর কারো প্রশ্ন আছে বলে আমার মনে হয়না”। দুই হাজার কর্মী সম্বলিত সংস্থাটি ভোলা জেলার আঞ্চলিক ব্যবস্থাপক মারিও মুক্তি মন্ডল এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উৎসবে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে হাসান, সদর থানার ওসি আবু শাহাদাত মোঃ হানাইন পারভেজ, রুপালী ব্যাংকের ডিজিএম হায়দার আলী, ভোলা জজ কোটের সাবেক পিপি এডভোকেট স্বপন কৃষ্ণ দে, দৈনিক ভোলা টাইমস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ.সি.ডি.অর্জুন ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম সহ বিশেষ অতিথিগণ। বক্তারা সকলেই তাদের বক্তব্যে হীড বাংলাদেশের প্রশংসা করেন। আনন্দঘন নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত উৎসবে মানুষের কল্যানে হীড বাংলাদেশের মানবিক, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমগুলো সম্পর্কে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন সংস্থাটির আর্থীক সহযোগিতায় বরিশাল মেডিকেলে অধ্যয়নরত মেধাবী ছাত্র মোঃ রায়হান ও সংস্থা সংশ্লিষ্ট কর্মীগণ। হীড বাংলাদেশের,ভোলা জেলা কার্যালয়ের হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাঠে অনুষ্ঠিত উৎসবে এস এস সি পরীক্ষায় জিপি-৫ পাওয়া ৫৫ জনকে ৫ হাজার টাকা করে ও জিপিএ-৪ পাওয়া ২৩৭ জনকে ৪ হাজার টাকা করে এবং মেডিকেলে পড়া একজন সহ মোট ২৯৩ জন মেধাবীকে শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট সহ শিক্ষা বৃত্তি ও উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করে সূবর্ণ জয়ন্তীকে স্মরনীয় করে রাখে সংস্থাটি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেকনিক ট্রেনিং সেন্টারের ভাইচ প্রিন্সিপাল মোঃ কবির মাহমুদ সহ হীড বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবক বৃন্দসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। দিন ব্যাপী অনুষ্ঠিত সূবর্ণ জয়ন্তীর উৎসব শুরুর প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান আয়োজক সংস্থার কর্মকর্তাগণ।