মোঃ সাইফুল ইসলাম আকাশ,
দৈনিক ভোলাটাইমস্ ::
বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্য সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা,নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ১৪-১৫ জানুয়ারি মঙ্গলবার ও বুধবার ২দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন।
বুধবার সমাপনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ,মাধ্যমিক শিক্ষক সমিতি,উপজেলা বিজ্ঞান ক্লাব সহ বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব তৈরী বিভিন্ন উদ্ভাবনীর কার্যক্রম প্রদর্শন করে। মেলায় আগত অতিথিরা অংশগ্রহণকারীদের স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনীর বিষয়ে জানতে চান।
পরে কুইজ,বিতর্ক প্রতিযোগিতা,বক্তব্যসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান -উজ্জামান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন , সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশের উৎসাহ সৃষ্টির লক্ষ্যে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এই মেলায় স্কুল ও মাদরাসার বিভিন্ন দল নিজ নিজ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাশ্বত চন্দন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন