বিজয় বাইন ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার চক বাজার ও কাঁচা বাজার, জেলার অধিকাংশ মানুষ এই বাজার থেকে বাজার করে আসছে, বিভিন্ন কার্গো ও ট্রলার দ্বারা খাল দিয়ে জেলার বাহির থেকে আনা হয় বাজারের কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই মালামাল গুলো শ্রমিক দ্বারা উঠা নামা করার জন্য পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয় ঘাটলা। কিন্তু পরবর্তীতে পৌরসভার মেয়র কর্তৃক এই ঘাটলার উপর নির্মাণ করা হয় অবৈধ দোকান, যার কারণে শ্রমিকরা আর নামাতে পারছেন না নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এছাড়াও বাজারে পাবলিক টয়লেট না থাকায় বাজার করতে আসা সাধারণ মানুষ ব্যবসায়ী সহ শ্রমিকররা ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্বে এই বাজারে একটি মাত্র পাবলিক টয়লেট ব্যবহার করে আসছিলো বাজার করতে আসা সাধারণ মানুষ। কিন্তু পৌরসভার মেয়র কর্তৃক পাবলিক টয়লেটিও ভেঙে নির্মাণ করা হয় বহুতল ভবন। যার কারণে বাজারে ব্যবসায়ী ও বাজার করতে আসা সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এইদিকে এই অবৈধ স্থাপনার জন্য বাজারে অগ্নিকাণ্ড ঘটলে খাল থেকে পানি ব্যবহার করতে না পারার কারণে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান টা দিগুণ হয় বলে মনে করছেন ব্যবসায়ীরা।
তাইতো ভোগান্তিতে পরা সকল মানুষের পক্ষে এই সকল বিষয় গুলো সমাধানের লক্ষ্যে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে পাবলিক টয়লেট নির্মাণ সহ ঘাটলা ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পৌরসভা বরাবর অনুলিপি জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।
বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক, পৌরসভার প্রশাসককে এই অনুলিপি জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান বলেন, বিষয়টি তারা অবগত আছেন, অতি শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি তিনি।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন