এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে অবৈধ পন্থা অবলম্বনকারী অসাধু মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা জেলার সদর ও দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ভাবে নদী দখলদারীতে ব্যবহৃত খুঁটি ও জালের বিরুদ্ধে একটি সাড়াশি অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর। বুধবার(২৫ ডিসেম্বর'২৪) দৌলতখান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন এর নেতৃত্বে পরিচালিত অভিযান সম্পর্কে জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ বলেন, " ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার সদর ও দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর মদনপুর চর, কাঁচিয়ার চর, সাল্লুর চর ও মিজানখার ঘাট এলাকায় অবৈধ জাল ও খুঁটির বিরুদ্ধে অভিযান চালাই।
সকাল সারে ১১ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত চলা অভিযানে ২০০ টি চরঘেরা মশারী জাল, ৩ হাজারটি খুঁটি ও ২ টি নৌকা জব্দ করি। যার আনুানিক মূল্য হবে প্রায় ৪০ লক্ষ টাকা। তিনি আরো বলেন প্রায় ৯ ঘন্টার অভিযানে জব্দকৃত জালগুলো জনসন্মুখে পুড়ে ধংস করে এবং খুঁটিগুলো বিনষ্ট করার পর নৌকাগুলো কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে এবং অভিযানে আইন শৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোনের বিসিজি ভোলা জোনের ইলিশা কেন্দ্রের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বাধীন একটি টিম"।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন