এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::দ্বীপ জেলা ভোলা নদী বেস্টিত বিধায় এই জনপদের উপকূলীয় চরাঞ্চলের অধিকাংশ মানুষের প্রধান আয়ের উৎস্য হলো মৎস্য সম্পদ আহরণ। তাই এসব খেটে খাওয়া জেলেদের জীবনমান উন্নয়ন করার লক্ষে সরকারের সহযোগী সংস্থা হিসেবে ভোলায় কাজ করছে বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশ। বিদেশী সংস্থা সুইড বায়ো এর সহায়তায় পরিচালিত "জেন্ডার মেইস্ট্রিমিং গভর্নেস ইন ইকো সিস্টেম বেসড কোস্টাল এ্যান্ড ট্রেডিশনাল একোয়াকালচার ফিসারী ম্যানেজজমেন্ট প্রজেক্ট" এর আওতায় পরিচালিত ভোলার জেলে পরিবারের মান উন্নয়ন মুলক কর্মকান্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা শীর্ষক সভার শুরুতে ভোলায় কোস্ট ফাউন্ডেশ বাস্তবায়িত কাজ গুলো প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পটির সহকারী পরিচালক মোসাম্মত রাশিদা বেগম। মঙ্গলবার(২৪ ডিসেম্বর'২৪) বিবাল ৪ টায় অনুষ্ঠিত সভায় ভোলার জেলে পরিবারগুলোর নারীদের উন্নয়নের মাধ্যমে জেলে সম্প্রদায়ের জীবনমান সমাজের মুল স্রোতধারায় যুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতার আশ্বাসমুলক বক্তব্য প্রদান করেন সাংবাদিক এ্যাডভোকেট নজরুল হক অনু, আহাদ চৌধুরী তুহিন,মোতাছিন বিল্লা, নেয়ামত উল্লাহ, শিমুল চৌধুরী, মশিউর রহমান পিংকু, এ.সি.ডি.অর্জুন ও ছোটন সাহা সহ বেশ কয়েকজন গনমাধ্যম কর্মী। বক্তারা সকলেই তাদের বক্তব্যে নিজ নিজ স্থান থেকে কোস্ট ফাউন্ডেশন পরিচালিত ভোলার জেলেদের উন্নয়নমূলক প্রকল্পটি সম্পর্কে স্ব স্ব মিডিয়ায় প্রচার করার আশ্বাস প্রদান করেন। কোস্ট ফাউন্ডেশন এর ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংবাদিক আলামিন শাহরিয়ার,আদিল হোসেন তপু, শাহরিয়ার ঝিলন, আশিকুর রহমান শান্ত সহ ভোলা জেলায় কর্মরত প্রায় ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য কোস্ট ফাউন্ডেশন এই প্রকল্পের মাধ্যমে ভোলা,বরগুনা ও বাঘের হাট জেলার মোট ৯ শত জেলে পরিবারের নারীদের অংশগ্রহণে তাদের পরিবারের উন্নয়নে কাজ করছে বলে জানান সঞ্চালক রাশিদা বেগম।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন