মোঃ সাইফুল ইসলাম আকাশ,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার বোরহানউদ্দিনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া,আহমদ উল্লাহ,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,শহিদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়,এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন।
বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল।
এ সময় বক্তারা ১৯৫২ এর ভাষা আন্দোলন,৬২ সালের শিক্ষা আন্দোলন,৬৬ এর ছয় দফা,৬৯ সত্তরের গণঅভ্যুত্থান,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য বিশ্লেষণ ও সেই ভয়াল দিনের চিত্র তুলে ধরেন।
তারা বলেন,প্রাথমিক থেকে শুরু করে শিক্ষা স্তরের শেষ পর্যায়ে পর্যন্ত শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের পটভূমি সম্পর্কে জানাতে হবে ও তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য যা প্রয়োজন সেটা করানো উচিত প্রয়োজন হলে আমরা সবাই সর্বোচ্চ সহযোগিতা করব।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ,যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল বাড়ৈ,মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,সমাজসেবা কর্মকর্তা মিয়া মনজুর-এ-লাহী মোঃ আল-আমিন,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির,সাংবাদিক অন্তর হাওলাদার, সাগর চৌধুরী ,ইকবাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন