স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধ ও পারিবারিক কোন্দলে জেরে এক পরিবারে ৬ সদস্যেদর নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনা এলাকায় ক্ষোভ বিরাজ করছে। শুধু মামলা দিয়ে ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষকের হামলায় বৃদ্ধ জুলহাস খান ও সাথী বেগম নামে ৫ মাসের অন্ত:সত্ত্বা এক নারীকে পিটিয়ে আহত করেন তারা। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা হলেন, বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের জুলহাস খানের ২ ছেলে জাফর খান (৩৮) এবং ইউছুফ (৫০), কাজলের ছেলে মোঃ সিরাজ (৪০), জাফর খানের স্ত্রী সাথী বেগম (৩০) ও ইউছুফের স্ত্রী রুজিনা বেগম (৪২), সিরাজের স্ত্রী শাহনাজ বেগম (৩৮)। অভিযুক্তরা হলেন, তোফাজ্জলের স্ত্রী নাজমা ও আকবরের স্ত্রী নাজমা বেগম।
আজ শুক্রবার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাথী ও জুলহাস খান জানান, প্রতিপক্ষ নাজমা বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। গ্রাম্যভাবে বিষয়টি সুরাহ করতে চাইলে এর সুরাহ হয়নি। ঘটনার তারিখ ০৮/১২/২০২৪ইং রোজ রবিবার নাজমা বেগম ও তার স্বামী তোফাজ্জল বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতর্ক হয়। বাকবিতর্ক কেন্দ্র করে তারা ভোলা আদালতে এসে ১০/১২/২০২৪ইং আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে। মামলার ভয়ে তাদের পরিবারের সদস্যরা গাঢাকা দেন। শুধু সাথী ও জুলহাস খান বাড়িতে ছিলেন।এসুযোগে বুধবার (১১ ডিসেম্বর) প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। অথচ ঘটনার সময় আমরা ছিলাম না। এঘটনার সুষ্ট তদন্ত দাবি করেন তারা। সরেজমিন গেলে স্থানীয়রা জানান, এভাবে মামলার ঘটনা অত্যন্ত দু:খজনক। এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত নাজমা বেগম জানান, জাফর আমার ওপর হামলা করেছেন।
বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, আদালতে দায়ের করা মামলা এখনও থানায় আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সম্পাদক মন্ডলির সভাপতি: সমস্-উল-আলম মিঠু প্রধান
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলী জিন্নাহ (রাজিব)
সম্পাদক: শাকের শরমিন
আইন উপদেষ্টা: আড, এম, মাহামুদ হোসেন লিটন