আল-আমিন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার দৌলতখানে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে মাছের পোনা ধ্বংসকারী অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। রবিবার (০৯ ডিসেম্বর ) সকাল থেকে উপজেলার হাজিপুর, মদনপুর ইউনিয়নের মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড’র সহায়তায় দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এ অভিযান পরিচালনা করেন। এসময় মেঘনা নদী থেকে চারটি বিস্তৃত চরঘেরার ৮০০ টি খুটি জালসহ জালকেটে ধ্বংস, ১৪০ পিস চরঘেরা জাল, ১ টি ঘন ফাসের পাইজাল,১ টি হাফসা জাল কেটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন এসব অবৈধ জালে জাটকা, পোয়া ও পাঙ্গাসের পোনা ধ্বংস হয়। দৌলতখানে অবৈধ জাল ব্যবহারের একটি সিন্ডিকেট বিভিন্নভাবে অভিযান প্রতিরোধে বাধা প্রদান করলেও মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল প্রতিরোধে উপজেলা মৎস্য দপ্তর কঠোর অবস্থানে রয়েছে।