Bhola Times
ঢাকাSunday , 1 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা বোরহানউদ্দিনে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ

newsroom
December 1, 2024 3:02 pm
Link Copied!

তুহিন খন্দকার,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা বোরহানউদ্দিনে ভূমি কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ মেহেদী হাসান এর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়র জনগণ। বিক্ষোভকারীদের অভিযোগ, মেহেদী হাসান বোরহানউদ্দিন ভূমি অফিসে যোগদানের পর থেকে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।

রবিবার (১ ডিসেম্বর) সকালে বোরহান উদ্দিন উপজেলা ভূমি অফিসের সামনে শতাধিক স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ভূমি কর্মকর্তার মোহাম্মদ মেহেদী হাসানের অপসারণের দাবিতে স্লোগান দেন।

স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রে জানায়, সড়কে অবৈধ টোল আদায়কারীদের ইজারা কেন বাতিল হবে না মর্মে শোকজ করা, কৃষকের চরের জমি কেটে ইট ভাটায় মাটি নেয়া ও কৃষকের জমি তরমুজ চাষীদের কাছে বিক্রির বিরুদ্ধে কৃষকের পক্ষে অভিযান পরিচালনা করেন এই ভূমিক কর্মকর্তা। অপরদিকে কিছুদিন পূর্বে তেতুলিয়া নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে চরের মাটি কেটে বিক্রি করার কারণে দুইটি মাটিকাটা ড্রেজার জব্দ করে নিলাম পরিচালনা করে সরকারি কোষাগারে টাকা জমা করেন ভূমিকা কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের অটো স্ট্যান্ড অবৈধ দখল মুক্ত করা এবং ভূমি অফিসের সামনের পৌর ভূমি অফিসের জায়গা অবৈধভাবে কাউকে দখল করতে না দেয়ার কারণে একটি প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে ভূমি কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে উস্কে দিয়ে বিক্ষোভ করানো হয়েছে বলে সূত্রটি দাবি করেন।

ওই ঘটনায় বোরহানউদ্দিন ভূমি কর্মকর্তা মেহেদী হাসান জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবে সকল অবৈধ কাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কারণে এক শ্রেণীর দুষ্টচক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। তিনি কোন অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করবেন না বলে জানান।

বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুজ্জামান জানান, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে। এখনো তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের কোন প্রমাণ পাওয়া যায়নি।

তুহিন খন্দকার, ভোল।
০১৭২১৬৫৫৩৮০
তাং ০১/১২/২০২৪ ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।