Bhola Times
ঢাকাSaturday , 30 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনজুরুল আলম মঞ্জুর জানাজা অনুষ্ঠিত

newsroom
November 30, 2024 2:17 pm
Link Copied!

মোঃ হাসনাইন আহমেদ,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মনজুরুল আলম মঞ্জুর জানাযার নামাজ আজ ভোলা সরকারি স্কুল মাঠে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়।

জানাযায় বিপুল সংখ্যক শোকাহত মানুষের উপস্থিতে তাঁর ভাই, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেন।

বক্তব্যে রাইসুল আলম বলেন, “আমার ভাই সারা জীবন মানুষের সেবা করে গেছেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করেছেন। তার এই বিদায় আমাদের পরিবারের জন্য যেমন কষ্টের, তেমনি পুরো এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।”

জানাযায় রাজনৈতিক, সামাজিক, ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন। জানাযা শেষে মনজুরুল আলম মঞ্জুর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।