Bhola Times
ঢাকাSaturday , 30 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় হীড বাংলাদেশের প্রশিক্ষণ সমাপনী ও টুলস বিতরন অনুষ্ঠিত

newsroom
November 30, 2024 1:53 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::”কারিগরি শিক্ষা নিতে চাই, সোনার বাংলা গড়তে চাই,কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে” এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা হীড বাংলাদেশ প্রতিবছর হাজার যুবককে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তারই ধারাবাহিকতায় সংস্থাটির ভোলা শাখায় অনুষ্ঠিত হলো পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড হাউজ ওয়্যারিং ও মোটর সাইকেল মেকানিক তিন মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণের সমাপনী সার্টিফিকেট ও টুলস্ বিতরন অনুষ্ঠান-২০২৪। ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল উপস্থিত থাকার কথা থাকলেও তার অনুপস্থিতিতে প্রদান অতিথির বক্তব্য প্রদান করেন নবাগত ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান। প্রদান অতিথির বক্তব্যে শিক্ষা অফিসার উপস্থিত প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, “সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি সংস্থা হীড বাংলাদেশ তাদের সময়োপযোগি প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবছর সারাদেশে অসংখ্য যুবক-যুবতীর ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। তোমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যেমন নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে তেমনি পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নতিও সাধন করতে পাবে”। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য নুরুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ,ভোলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মারিও মুক্তি মন্ডল, প্রকল্প সমন্বয়কারী মোঃ নকিবুল ইসলাম, সহযোগি সংস্থার অফিসার নেওয়াজ শরীফ, অধক্ষ প্রকৌশলী মোঃ কবির মাহমুদ ও সাংবাদিক এ.সি.ডি.অর্জুন। ইন্সট্রাক্টর পিযুষ কুমার পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনিতে ৩০ জন প্রশিক্ষনার্থীকে সনদের সাথে সাথে মোটর মেকানিকের প্রত্যেককে ১০ হাজার টাকার টুলস এবং ইলেক্ট্রিকের প্রত্যেককে ১৩ হাজার টাকা মূল্যের টুলস সহ মোট ৩ লক্ষ ৪৫ হাজার টাকার টুলস বিতরন করে হীড বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।