Bhola Times
ঢাকাSunday , 24 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের জেলা কমিটি গঠিত, সভাপতি অধ্যাপক পীযুষ সম্পাদক তপন সরকার

newsroom
November 24, 2024 10:08 am
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::”ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের এক মতবিনিময় সভা।

শুক্রবার(২২ নভেম্বর’২৪) অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপি’র আহবায়ক গোলাম নবী আলমগীর। ভোলা শহরের লক্ষী গোবিন্দ জিউর মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান দুলাল রায় দুলু ও প্রধান বক্তা সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ন মহা সচিব ছোটন বিশ্বাস বক্তব্য রাখলেও বর্তমান প্রেক্ষাপট তুলেধরে সময়োপযোগী ও ভোলার বাস্তবতা নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রাইসুল আলম। ভোলা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও নাজিউর রহমান কলেজের উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব উত্তম কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার মন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক সুজন শীল, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শিবু কর্মকার, ভোলা জেলা জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক অবিনাশ নন্দী, ভোলা কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারন সম্পাদক বেনু চন্দ্র পাল, বৌরহানউদ্দিন উপজেলা পূজা পরিষদের সভাপতি লিটন রক্ষিত সহ বিশেষ ব্যক্তি বর্গ।

ভোলা শহরের লক্ষী গোবিন্দ জিওর মন্দিরে অনুষ্ঠিত সভায় বক্তারা সকলেই ১৯৯২ সালে বিএনপি নেতা গৌতম বাবু কর্তৃক প্রতিষ্ঠিত হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টকে আরো শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। সকাল ১১ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত চলা মতবিনিময় সভা শেষে অধ্যাপক পীযুষ কান্তি হালদারকে সভাপতি ও তপন কুমার সরকার কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ভোলা জেলার সকল উপজেলা থেকে আগত সকল স্তরের প্রায় দের শতাধিক হিন্দু ধর্মাবলম্বি ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি বিকাশ মজুমদার সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। সভার শুরুতে প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন আয়োজক প্রতিনিধিগণ। আলোচনা সাপেক্ষে ভোলা জেলার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।