Bhola Times
ঢাকাWednesday , 20 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা’র লালমোহনে পরিবেশ দূষণের অপরাধে মুরগীর খামারীকে অর্থদন্ড দিলেন ভ্রাম্যমান আদালত

newsroom
November 20, 2024 3:16 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা জেলার যেকোন এলাকায় পরিবেশ নস্ট করার জন্য দায়ী সকল পেশার অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত করছে পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভোলা জেলার লালমোহন উপজেলার একটি মুরগীর খামারে অভিযান চালায় ভোলা জেলা প্রশাসন। বুধবার(২০ নভেম্বর’২৪) পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

দুপুর থেকে পরিচালিত মোবাইল কোর্ট লালমোহন উপজেলার সাতবাড়িয়া এলাকায় অবস্থিত একটি লেয়ার মুরগীর ফার্মের বিরুদ্ধে বায়ুদূষণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযুক্ত মুরগীর ফার্মের মালিক মোঃ রেজাউল করিম(৩০) কে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি ১২(১) লংঘনের অপরাধে উক্ত বিধিমালার বিধি ১৭ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ১৫(২) মোতাবেক নগদ ২০,০০০/-(বিশ হাজার)টাকা অর্থদন্ড প্রদান করেন। অভিযুক্ত রেজাউল করিম লালমোহন উপজেলার সাতবারিয়া এলাকার মোঃ ফজলুর রহমান এর ছেলে। অন্যদিকে একই উপজেলার পৌরসভাসস্থ অগ্রণী ব্যাংক সড়ক এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ীদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট পরিচালনা করে লালমোহন উপজেলা প্রশাসন। সন্ধ্যা পর্যন্ত চলা মোবাইল কোর্ট পলিথিন মজুদ ও বাজারজাত করার অপরাধে মেসার্স মামুন স্টোর নামক দোকানের মালিক মোঃ মামুন(৩৮) কে ১ টি মামলার মাধ্যমে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং তার দোকান থেকে আনুমানিক ৬১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন। এ সময় ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে প্রচারণা কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয় এবং মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন লালমোহন থানা পুলিশের একটি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।