Bhola Times
ঢাকাFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কবির হোসেন কে বহিষ্কারের দাবিতে ধনিয়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

newsroom
November 1, 2024 5:15 pm
Link Copied!

আশিকুর রহমান শান্ত,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ধনিয়া ইউনিয়ন বিএনপি।

রবিবার (১ নভেম্বর) বিকাল ৪ টায় ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার এর নেতৃত্বে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ধনিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ধনিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তুলাতুলি বাজারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে তুলাতুলি বাজার চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে লাভলু হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তালেব, ধনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউনুস ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এছাক ফরাজি, ধনিয়া ইউনিয়ন যুবদল নেতা জসিম ও জলিল, ধনিয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ মাহফুজ,
ধনিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মোঃ ইমন ছাত্রনেতা আরিফ পঞ্চায়েত, ফজলে রাব্বী পঞ্চায়েত
সহ প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সম্প্রতি তার ফেইসবুক আইডিতে লাইভে এসে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ সহ জেলা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মনগড়া, কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করেন। বক্তারা কবির হোসেনের ভিডিও বক্তব্যের জন্য দলের সবার কাছে ক্ষমা চাওয়াসহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।