এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::”দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো জাতীয় যুব দিবস-২০২৪। শুক্রবার(১ নভেম্বর’২৪) দিবসটি উপলক্ষে সকাল সারে ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্নাঢ্য রেলি। শতাধিক যুবক-যুবতি ও ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়। বেকার যুবকদের কর্মক্ষম করে গড়ে তোলার বিষয়ে সচেতন করার লক্ষে অনুষ্ঠিত রেলি শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রোকন উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও একই সময়ে বাংলাদেশ সরকারের জ্বালানী উপদেষ্টা ভোলা সফরে ব্যস্ত থাকার কারনে তার স্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। এডিও মোঃ মোসাদ্দেক আলী কর্তৃক পবিত্র কোরান তেলাওয়াত ও প্রশিক্ষনার্থী সোমা দেবনাথ কর্তৃক পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি উপস্থিত যুবক-যুবতিদের উদ্দেশ্যে বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তরের কাজই হচ্ছে শিক্ষিত বেকারদের এমন কর্মদক্ষ করে গড়ে তোলা যার মাধ্যমে তারা শুধু নিজেরাই সাকলম্বি হবেনা বরং দেশের বেকার যুবকদের জন্য আত্নকর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবেন”। অন্যদিকে সভাপতির বক্তব্যে ডিডি মোঃ রোকন উদ্দিন ভূঞা বলেন, “ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে ইতিমধ্যে বহুসংখ্যক তরুনতরুনী সাবলম্বি হয়েছে এবং আমরা একজন সফল প্রশিক্ষার্থীকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তের ঋণ দিয়ে থাকি। যা দিয়ে সে আত্নকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তাই আপনারাও পড়াশুনা শেষে যুব প্রশিক্ষণ গ্রহণ করে সাবলম্বি হয়ে দেশের বেকােত্ব দুর করতে পারেন”। ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নিজেদের সাবলম্বি হওয়ার অভিজ্ঞতা ব্যক্ত করেন আত্নকর্মী আর্জু বেগম ও পোশাক তৈরি গ্রুফের প্রশিক্ষনার্থী সাদিয়া আক্তার তানহা। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তনয় কর্মকার, কম্পিউটার প্রশিক্ষক মোতাহার হোসেন, সাংবাদিক অর্জুন ও প্রধান সহকারী মোঃ মিজানুর রহমান সহ যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথি বর্গ। এ সময় ৬ জন সফল প্রশিক্ষনার্থীর মাঝে যুব ঋণের আর্থীক চেক বিতরন করেন প্রধান অতিথি। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে বাংলাবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে ২৪ টি তাল গাছের চারা রোপন করেন পুরো আয়োজনের প্রধান অতিথি সজল চন্দ্র শীল। এসময় তিনি পুরো ক্যাম্পাসটি পরিদর্শন করেন এবং যুব প্রশিক্ষণে আরো উন্নয়ন করার লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।