এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ দুই জন ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার(২৬ অক্টোবর’২৪) নৌবাহিনীর ভোলা শহরের যোগির ঘোলে অবস্থিত অস্থায়ী জেলা ক্যাম্পে বিষয়টি সম্পর্কে এক সংবাদ সম্মেলন করে বাহিনীর কর্মকর্তাগণ। সম্মেলনে জেলা কমান্ডার মোঃ আবু বকর বলেন, “সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত ভোর রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার পুলিশ বাহিনীকে সাথে নিয়ে ভোলা সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ রৌদের হাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেল’কে আটক করা হয়। এ সময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশী করে ০১টি দেশীয় রিভালবার, ৫ টি রাম-দা, ০৩ টি দেশীয় ক্রীজ, ০১ টি ড্রেগার, ০২টি বল্লম, ০৩ টি দা, ০১ টি চাবুক, ০১টি চাইনিজ হেমার ও ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয় এবং আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। তিনি বলেন, আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, কল্যাণমূলক ও জনবান্ধন রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলাকে সন্ত্রাসমুক্ত করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি অভিযান চলমান থাকবে”। সংবাদ সম্মেলনে নৌবাহিনীর গোয়েন্দা অফিসার লেপ্টেঃ মেহেদী হাসান ও মিডিয়া অফিসার সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।