বরিশালে বেলার নেটওয়ার্ক সভা, স্বৈরাচার নেই এখনই উপযুক্ত সময় কাজ করবার।

মোবাশশির উল্লাহ চৌধুরী,
দৈনিক ভোলাটাইমস্ ::বৃহস্পতিবার ২০ অক্টোবর বাংলাদেশ আইন বিদ সমিতি বেলার উদ্যোগে বি ডি এস হল রুম বেলার বরিশাল বিভাগীয় নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগের কোন জেলায় কি ধরনের বিপর্যয় ঘটছে বা ইতিপূর্বে ঘটেছে এবং তার কার কি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনার শুরুতে বেলার নেটওয়ার্ক সদস্য মোবাশ্বির উল্লা চৌধুরীর সভাপতিত্তে স্বাগত বক্তব্য রাখেন বেলার কেন্দ্রীয় ফিল্ড কো অর্ডিনেটর এম মামুন। স্বাগত বক্তব্যে তিনি বেলার বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বিভিন্ন জেলার নেটওয়ার্ক সদস্যদের জেলায় খাল, বিল,নদী, পুকুর সহ পরিবেশ বিপর্যয় ঠেকাতে সক্রিয় হবার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক স্বপন খন্দকার সাংবাদিক, সাংস্কৃতিক শুভঙ্কর চক্রবর্তী সাংবাদিক জসীমউদ্দীন, নারী নেত্রী জাহানারা বেগম স্বপ্না, সমাজ কর্মী রফিকুল আলম, এস এম বাহাউদ্দিন মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
সভার সভাপতি মোবাশ্বির উল্লা চৌধুরী বলেন ভূমি দস্যু জলদস্যু বনদস্যু নদী দস্যু এদের বিরুদ্ধে কাজ করবার এখনই সময়। বেলার নেটওয়ার্ক সদস্যগণ সক্রিয় হলে অন্তর্বর্তী সরকারের সময় অনেক সাফল্য অর্জিত হবে বলে তিনি জোরের সাথে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন এখন কাউকে বাবার কোন কারণ নেই সততার সহিত সাহসিকতার সহিত জনস্বার্থে এগিয়ে যেতে হবে। তিনি ডিসি, এসপি,ইউ এন ও,ওসি সবাইকে ৫ আগস্ট এর পূর্বের কথা ভুলে গিয়ে অন্তর্বর্তী সরকারের মোটিভ বুঝে কাজ করবার আহ্বান জানান।