Bhola Times
ঢাকাTuesday , 22 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

” আজ থেকে ইলিশের বাড়ি ভোলা”- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

newsroom
October 22, 2024 1:09 pm
Link Copied!

 

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪’ উপলক্ষে জেলে সহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে ভোলায় এক জনসচেনতা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরু এবং শেষে জোড়ালো ভাবে একাধিক বার কথাটি বললেন অন্তর্বর্তী কালিন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার।

মঙ্গলবার(২২ অক্টোবর’২৪) ভোলায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত সভায় মৎস্য উপদেষ্টা আরো বলেন, “ভোলার জেলেরা মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং শুধু ইলিশ সম্পদ নয় বরং মহিষের দুধ ও প্রাকৃতিক মূল্যবান সম্পদ গ্যাসেরও পর্যাপ্ত মজুদ আছে ভোলায়। অর্থাৎ ভোলা দ্বীপ জেলা হলেও এটি বাংলাদেশের একটি সম্পদশালি জেলা। তাই এই জেলার জেলেরা কষ্টে থাকবে সেটা হতে পারেনা। আমি কথা দিয়ে গেলাম ভোলার জেলেরা যেসব দাবীগুলো আজ তুলে ধরেছে আমি তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো এবং “আমি আবারও বলছি আজ থেকে ইলিশের বাড়ি ভোলা” সে ব্যপারেও কাজ করবো। উপদেষ্টা উপস্থিত ৫ শতাধিক জেলের উদ্দেশ্যে বলেন, আপনাদের জেলার মহিষের দই ইতিমধ্যে জিআই পন্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আন্তর্জাতিক ভাবেও স্বীকৃতি পেতে যাচ্ছে। তাই আপনারা অভিযান চলার সময় গরু মহিষ পালন করেও জীবীকা নির্বাহ করতে পারেন”। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্য উপদেষ্টা আরো বলেন, “আপনারা আমাদেরকে কাজ করার সময় দিন, আমরা কাজ করবো”। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক মোঃ জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ, মৎস্য অধিদপ্তরের ইলিশ প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নৌপুলিশ সুপার নাজমুল হাসান। তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভোলা জেলার জেলেদের পক্ষে দাবীদাওয়া গুলো তুলে ধরেন, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সদর উপজেলার সভাপতি মোঃ এরশাদ ও মোঃ বশির মাঝি সহ কয়েকজন জেলে। সভা শেষে উপদেষ্টা কয়েকজন জেলের মাঝে গরু বিতরন করেন। ভোলা সদর উপজেলার তেতুলিয়া নদী সংলগ্ন ভোলা খালের তীরে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌবাহিনী ভোলা কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আবু বক্কর সিদ্দিক ও সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন ও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন মাহামুদ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন মৎস্য কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক জেলে সহ আমন্ত্রিত অতিথি বর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।